কলেরা-বসন্তের হাত থেকে বাঁচার জন্য কার্তিক মাসে উপবাস পালন এবং আশ্রম প্রাঙ্গণে ঘিয়ের প্রদীপ ও ধূপ-ধুনা জ্বালানোর নির্দেশ দিয়েছিলেন বাবা লোকনাথ। সেই থেকে বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে ও আপনজনের কল্যাণ কামনা করে লোকনাথ অনুসারী ও ভক্তরা পালন করে থাকেন ‘রাখের উপবাস’। ‘কার্তিক ব্রত’, ‘গোসাইর উপবাস’ নামেও পরিচিত এই ব্রত। প্রতি বছরের ১৫ কার্তিকের পর মাসের বাকি সময়ের প্রতি শনি ও মঙ্গলবার লোকনাথ অনুসারীরা এই ব্রত পালন করেন।

এই উৎসব ‘কার্তিক ব্রত’, ‘গোসাইর উপবাস’ কিংবা ‘ঘৃত প্রদীপ প্রজ্বালন’ নামেও পরিচিত। এ উৎসবকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বারদীতে লোকনাথ ব্রহ্মচারীর মন্দির বিশেষরূপ ধারণ করে।

আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বারণ। সংযম, মনোব্রতের মাধ্যমে একাগ্রচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপের আলো নিভে গেলে মন্দির থেকে চাল-কলা, প্রসাদ বিতরণ করা হয় পূণ্যার্থীদের মাঝে।
November / 2022
Barodi, Narayanganj